জয় শীল

হোল্ডিং নিবন্ধনকারী
01540-044041
ওয়ার্ড নং ০১
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছানো জন্য "সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ " ব্যবসা প্রতিষ্টানের - সকল সেবা নাগরিকের হাতের মোটোই করতে হবে - ফলে নাগরিক ঘরে বসে আবেদন, প্রিন্ট, যাচাই, সহজে করতে পারবে। ইউনিয়ন পরিষদ এর সকল কার্যক্রমকে অনলাইনের আওতায় নিয়ে আসা এবং ইউনিয়ন পরিষদ এর বাৎসরিক আয় বৃদ্ধি করাই আমাদের কাজ । এই সিস্টেম ব্যবহার এর মাধ্যমে একজন চেয়ারম্যান পুরো ইউনিয়ন সহজে মনিটরিং করতে পারবেন এবং ইউনিয়ন থেকে প্রদানকৃত সেবা আরো সহজলভ্য হবে জনগণের কাছে। ঘরে বসে সকল সেবা পেতে আমাদের সফটওয়্যারের সিস্টেমটি খুবই কার্যকর। সকল নাগরিকের দ্রুত, নির্ভেজাল এবং জবাবদিহিতামূলক সেবা প্রদানের নিশ্চয়তায় আমাদের সফটওয়্যার এর মূল লক্ষ্য। হোল্ডিংধারীর নিজের হোল্ডিং ট্যাক্স নিজে যাচাই করতে পারবে। আর আমরা সফটওয়্যার থেকে কর আদায় করার সাথে সাথে হোল্ডিংধারী মোবাইল নাম্বারে পরিশোধিত পরিমান টাকা এসএমএস প্রদান সয়ংক্রিয় ভাবে। ফলে হোল্ডিংধারী সহজে নিশ্চিত হতে পারবে। এছাড়া হোল্ডিংধারী স্মার্ট কার্ডে থাকা QR কোড স্ক্যান করে সহজে যেকোন সময় পরিশোধিত ট্যাক্স যাচাই করতে পারবে এবং অর্থ বছর অনুযায়ী হোল্ডিং ট্যাক্স অনলাইনের পরিশোধিত রশিদ প্রিন্ট করে নিতে পারবে।