ওয়ারিশ সনদ এর জন্য যা যা লাগবে:
১.আবেদনকারীর এন আই ডি/জন্ম নিবন্ধন ।
২.ওয়ারিশগণ এর এন আই ডি/জন্ম নিবন্ধন মৃত হলে মৃত্যু সনদ।
৩. আবেদন কপিতে মৃত ব্যক্তির নিজ এলাকার দুই জন গন্যমান্য ব্যাক্তির স্বাক্ষর, গ্রাম পুলিশের তদন্ত সাপেক্ষে, মেম্বারের স্বাক্ষর নিয়ে, আবেদনের ১৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে জমা করুন ।
৪.হোল্ডিং ট্যাক্স রশিদের ফটোকপি ও স্মার্ট হোল্ডিং কার্ড সাথে আনিতে হবে।

মৃত ব্যক্তির তথ্য

আবেদনকারীর তথ্য

ওয়ারিশগনের তথ্য দিন

ক্রমিক নং ওয়ারিশগনের নাম সম্পর্ক জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নং মন্তব্য যোগ করুন