জন্মনিবন্ধন করতে কি কি লাগবে

"নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে"

 

জন্ম নিবন্ধনের আবেদনকারী শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে:

  • EPI কার্ড (টিকা কার্ড)/ হাসপাতালের ছাড়পত্র।
  • হাল সনে পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রশিদ এবং বাসার হোল্ডিং নম্বর।
  • নিবন্ধনকারী শিশুর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি (বাধ্যতামূলক)।
  • নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।
  • নিবন্ধনের জন্য আবেদনকারী অভিভাবকের সচল মোবাইল নম্বর।

 

জন্ম নিবন্ধনের আবেদনকারী শিশুর বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে:

  • EPI কার্ড (টিকা কার্ড)/ রেজিস্টার্ড স্বাস্থ্য কর্মীর সত্যায়িত প্রত্যায়নপত্র (সীলসহ)।
  • হাল সনে পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রশিদ এবং বাসার হোল্ডিং নম্বর।
  • নিবন্ধনকারী শিশুর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি (বাধ্যতামূলক)।
  • নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।
  • আবেদনকারী বিদ্যালয়ে ভর্তি হলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • আবেদনকারী অভিভাবকের সচল মোবাইল নম্বর।

 

জন্ম নিবন্ধনের আবেদনকারী ব্যক্তির বয়স ৫ বছরের বেশি হলে:

  • আবেদনকারীর বয়স প্রমাণ করার জন্য বাংলাদেশ শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত PEC/JSC/SSC/HSC/অনার্স/ডিগ্রি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট অথবা জাতীয়           পরিচয় পত্র/পাসপোর্ট।
  • নিবন্ধনকারীর পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি (উল্লেখ্য যে, যাদের জন্ম ০১ বা ২০০১/০১/ এর পর সে ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক।)।
  • আবেদনকারীর পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
  • হাল সনে পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রশিদ এবং বাসার হোল্ডিং নম্বর।
  • আবেদনকারী ব্যক্তি বা অভিভাবকের সচল মোবাইল নম্বর।

 

বিঃদ্রঃ

• উপরোক্ত কাগজপত্র গুলোর পাশাপাশি আবেদনকারীকে জন্ম নিবন্ধনের জন্য একটি অনলাইন কিংবা হাতে লেখার ফরম পূরণ করতে হবে (ফরমটি অবশ্যই ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার কর্তৃক স্বাক্ষরিত থাকতে হবে এবং ছবি সংযুক্ত থাকতে হবে)।

• আবেদনকারীর বয়স প্রমাণ করার জন্য দাখিলকৃত ডকুমেন্ট (যেমন: EPI কার্ড (টিকা কার্ড)/ হাসপাতালের ছাড়পত্র, রেজিস্টার্ড স্বাস্থ্য কর্মীর সত্যায়িত প্রত্যায়নপত্র, PEC/ JSC/SSC/HSC/অনার্স/ডিগ্রি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট) এর মূলকপি অনলাইনে আপলোড দেওয়ার জন্য সাথে থাকা বাধ্যতামূলক।