ওয়ার্ড সদস্য-০৭
01710-943477
upprithimpasha@gmail.com
আমি আমার ৭নং ওয়ার্ডবাসীর ভোটে নির্বাচিত এই পরিষদের একজন ওয়ার্ড সদস্য হিসেবে অত্যান্ত গর্বিত।
আমাদের মতো প্রত্যন্ত এলাকায় স্মার্ট ভাবে যে ইউনিয়ন পরিষদকে পরিচালনার লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স,স্মার্ট হোল্ডিং কার্ড, স্মার্ট কর আদায় রশিদ, স্মার্ট ভাবে ট্রেড লাইসেন্স এবং নবায়ন, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র থেকে শুরু করে সকল নাগরিক সেবা যাহা বিশ্বায়নের সাথে সম্পৃক্ত। QR সম্বলিত ই-ভেরিফিকেশন, ক্যাশলেস্ পেমেন্ট সিস্টেম যাহা নাগরিক স্মার্টলী সেবা নিতে পাচ্ছেন। এখন আগের থেকে অনেক নির্ভেজাল ও সঠিক ভাবে সনদগুলো নিতে পাচ্ছেন এবং তা অনলাইনে যাচাই করা যাচ্ছে। এছাড়া নোটিশ দিলে সবাই নিজ মোবাইল/কম্পিউটারে থেকে দেখতে পাচ্ছি। আমাদের ইউনিয়ন সম্পর্কে যেকোন আপডেট তথ্য পাওয়া যাচ্ছে।
আমি প্রাক্তন তথ্য ও সেবা কেন্দ্র তথা ইউডিসি উদ্যোক্তা হিসেবে সকল সেবার গুনগত মান সহজ ও নিরাপদে জনগনের কাছে পৌছে দিতে সর্বাত্মক সহযোগীতায় বদ্ধপরিকর।
আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি।