logo

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চেয়ারম্যান কার্যালয়

১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ

কুলাউড়া, মৌলভীবাজার

www.prithimpassaup.com
বিজ্ঞপ্তি নং : ১
তারিখঃ ১৩ /১২ /২০২৪ইং

পৃথিমপাশা ইউনিয়নের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির হোল্ডিং চিহ্নিত করে সফটওয়্যারে ডাটাবেইজ কার্যক্রম চলমান আছে, সকলকে সহযোগীতা করার জন্য আহ্বান করা যাচ্ছে ।

         এতদ্ধারা ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  জনসেবার মান বৃদ্ধির লক্ষে অনলাইন ভিত্তিক (ই-ভেরিফাই) সকল সনদ প্রদান, বিজনেস স্মার্ট কার্ড, স্মার্ট হোল্ডিং  কার্ড প্রদান এবং ক্যাশলেস ই-পেমেন্ট চালুর কাজ শুরু হতে যাচ্ছে,।এমতাবস্থায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগন প্রতিটি বাড়িতে গিয়ে হোল্ডিং স্মার্টকার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহ করবেন।। পরবর্তীতে এই হোল্ডিং স্মার্ট কাডের মাধ্যমে নাগরিকগন সকল সেবা গ্রহন করতে পারবেন।

প্রতিটি কার্ডের মুল্য ১০০(একশত) টাকা,
 
তথ্য সংগ্রহকারী সকলকে সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য হোল্ডিং মালিক এবং ব্যবসায়ীবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে
 
 
 
 
 
                                                                                                                                  অনুরোধক্রমে-
 
 
এম জিমিউর রহমান চৌধুরী
চেয়ারম্যান
১২ নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ
কুলাউড়া, মৌলভীবাজার।